Header Ads

  • শিরোনাম

    নামাজের ফরজ সমূহ



    নামাজের ফরজ সমূহ
    ___________________________________

    নামাজের বাহিরে এবং ভিতরে ১৩টি ফরজ রয়েছে।
    ___________________________________

    নামাজের বাহিরে ৭ ফরজ ও নামাজের ভেতরে ৬ ফরজ,
    ___________________________________

    যে ফরজ কাজগুলো নামাজ শুরু করার আগেই করতে হয়, সেগুলোকে সালাতের আহকাম বলা হয়। সালাতের আহকাম মোট সাতটি। যথা-

    ১. শরীর পাক হওয়া : প্রয়োজনমতো অজু-গোসল বা তায়ামুমের মাধ্যমে শরীর পাক পবিত্র করা।
    ২. কাপড় পাক হওয়া, অর্থাৎ কাপড় পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া।
    ৩. জায়গা পাক হওয়া (নামাজ পড়ার স্থান পাক হওয়া)।
    ৪. সতর ঢাকা (পুরুষের নাভীর উপর থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এবং মহিলাদের মুখমণ্ডল হাতের কব্জি এবং পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর ঢেকে রাখা)।
    ৫. কিবলামুখী হওয়া (কাবার দিকে মুখ করে সালাত আদায় করা)।
    ৬. ওয়াক্ত হওয়া (সালাতের নির্ধারিত সময় হওয়া)।
    ৭. নিয়ত করা (যে ওয়াক্তের সালাত আদায় করবে মনে মনে তার নিয়ত করা)।
    ___________________________________

    যে ফরজ কাজগুলো সালামের মধ্যে আদায় করতে হয়, সেগুলোকে সালাতের আরকান বলা হয়। সালাতের ৬টি আরকান রয়েছে, সেগুলো নিম্নে দেয়া হল-

    ১. তাকবিরে তাহরিমা বা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা।
    ২. কেরাম বা দাঁড়িয়ে সালাত পড়া। নারী-পুরুষ উভয়কে দাঁড়িয়ে সালাত পড়ত হবে। তবে অসুস্থ হলে বসে এবং বলতে অক্ষম হলে শুয়ে ইশারায় সালাত পড়তে হবে।
    ৩. কোরআন শরিফের কিছু অংশ পাঠ করা।
    ৪. রুকু করা
    ৫. সিজদা করা
    ৬. শেষ বৈঠকে বসা (যে বৈঠকে তাশাহুদ, দরুদ, দোয়া মাছুরা পড়ে সালামের মাধ্যমে সালাত শেষ করা হয় তাকেই বলে শেষ বৈঠক) ডানে ও বামে সালাম ফিরিয়ে সালাত শেষ করা।

    ===================================










    No comments

    Post Top Ad

    Post Bottom Ad