Header Ads

  • শিরোনাম

    নামাজের সুন্নতসমূহঃ



    নামাজের সুন্নতসমূহঃ
    ===================================

    ১)তাকবীর বলে দুই হাত কানের লতি পর্যন্ত উঠান । 

    ২) হাতের আঙ্গুল পরস্পর পৃথক রাখা । 
    ৩) ইমামের জন্য নামায আরম্ভের তাকবীর উচ্চঃস্বরে পড়া । 
    ৪) ছানা পাঠ করা ।
    ৫) “আউযুবিল্লাহ্” পাঠ করা ।
    ৬) “বিছমিল্লাহ্” পাঠ করা ।
    ৭) সূরা ফাতিহা পাঠ করার পর ঈমাম ও মুস্তাদিগণের মৃদুস্বরে “আমীন” বলা ।
    ৮) পুরুষের জন্য নাভীর নীচে তাহরিমা বাঁধা আর স্ত্রী লোকের জন্য ছিনার উপরে তাহরিমা বাঁধা
    ৯) রুকুর তাকবীর বলা ।
    ১০) রুকুতে দুই হাঁটু ধরা ও আঙ্গুল সমুহ পরস্পর পৃথক রাখা ।
    ১১) রুকুর ভিতরে তিন, পাঁচ বা সাতবার তাছবীহ্ বলা ।
    ১২) রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান ।
    ১৩) রুকু হতে উঠার সময়ে ইমামের “ছামিয়াল্লাহ হুলিমান হামীদা” ও মোক্তাদিগণের “রাব্বানা লাকাল হামদ” বলা ।
    ১৪) ছেজদায় গিয়ে দুই হাঁটু ও তাকবীর বলে বসা ।
    ১৫) ছেজদায় তাছবীহ্ পড়া ।
    ১৬) পুরুষের জন্য ছেজদাহ হতে উঠে ডান পা খাড়া রেখে বাম পায়ের উপর বসা, আর স্ত্রীলোকের উভয় পা ডান দিকে বাহির করে ছতরের উপর বসা ।
    ১৭) ছেজদা থেকে উঠার পর এক তছবীহ্ পরিমাণ সময় বসে থাকা ।
    ১৮) দরুদ শরীফ পাঠ করা ।
    ১৯) দোয়ায়ে মাছুরা পড়া ।
    ২০) দুই দিকে ছালাম ফিরান ।

    ===================================






    No comments

    Post Top Ad

    Post Bottom Ad